Sbs Bangla -

কৃত্রিম বুদ্ধিমত্তার প্রশিক্ষণে গোপনে ব্যবহৃত হচ্ছে অস্ট্রেলিয়ান শিশুদের ছবি

Informações:

Sinopsis

এ-আই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অর্থাৎ, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের জন্যে এটিকে আগে প্রস্তুত করে নিতে হয়। আর এই প্রশিক্ষণের কাজে অস্ট্রেলিয়ান শিশুদের ছবি ব্যবহৃত হচ্ছে বলে জানা গেছে। মেলবোর্নের একটি হাই স্কুলের ৫০ জন নারী শিক্ষার্থীর ডিপ-ফেইক ছবি প্রকাশের সঙ্গে সম্পর্কিত একটি সাপ্লাই চেইন তদন্তের পর, গত মাসে, হিউম্যান রাইটস ওয়াচ-এর গবেষকরা এই বিষয়ে জানতে পারেন। এ-আই এবং অনলাইনে শিশুদের সুরক্ষা নিয়ে একটি প্রতিবেদন।